বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে এ জরিমানা করা হয়েছে ফুটবলের কোনো পারফরম্যান্সের কারণে নয়। বাংলাদেশের দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য।
গত ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হয়। মাচ উপলক্ষে পুরো গ্যালারি ছিল দর্শক ভরা।
ওই ম্যাচে শেষ সময়ের গোলে লাল-সবুজ জার্সিধারীদের হারের ব্যবধান হয়েছিল ২-০। তা না হলে তৃপ্তির ঢেঁকুরটা আরো বড়ই হতো বাফুফে কর্মকর্তাদের।
স্মরণীয় ওই ম্যাচে কিছু দর্শক গ্যালারির সামনের ফেন্সিংয়ে উঠে গিয়েছিল, যা ভালো চোখে দেখেনি ফিফা এবং সেটা ফিফার আইনবিরোধীও। এতেই জরিমানা গুণতে হলো বাংলাদেশকে।
ফিফা জানিয়েছে, ওই ঘটনার জন্য বাফুফেকে জরিমানা গুনতে হবে ১৫ হাজার সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ লাখ ২২ হাজার ১৩৮ টাকা।
এর আগেও দর্শক উশৃঙ্খলতার কারণে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। তাও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।