দোহার নবাবগঞ্জে উৎসবমুখর “বই উৎসব”

দোহার- নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে “বই উৎসব” পালন করা হয়েছে। বুধবার নবাবগঞ্জের প্রায় ৮০ হাজার ও দোহারের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় জালালপুর উদয়ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। সভাপত্বি করেন বিদ্যালয়ের সভাপতি ডা. মনিরুজ্জামান ভূইয়া। অভিভাবক সদস্য নির্মল সাহার স ালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, সহকারি কর্মকর্তা তাসলিমা খান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মঈন মোশফেকা ডালিয়া, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি হাবিবুর রহমান সেন্টু, সদস্য শিল্পী ইসলাম, তাজনীনা আহমেদ নীনা, প্রধান শিক্ষক নাসিমা আখতার সহকারি শিক্ষক মহিউদ্দিন আহমেদ প্রমুখ। একই সময়ে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ঝিলু। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়।

আপনি আরও পড়তে পারেন