আ.লীগের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও তিন নেতা

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হলেন আরো তিন নেতা। তারা হলেন-সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাবেক সভাপতি এ কে এম রহমত উল্লাহ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাবেক সভাপতি আবুল হাসনাত ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি মহানগর আওয়ামী লীগের কমিটি থেকে বাদ পড়েন এ কে এম রহমত উল্লাহ ও আবুল হাসনাত।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, উপদেষ্টা পরিষদ হচ্ছে দলের ‘থিংক ট্যাংক’। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে দলকে পরামর্শ ও দিক নির্দেশনা দেয় এই পরিষদ। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৫১ জন।

গত ২০-২১ ডিসেম্বর জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করে আওয়ামী লীগ। ২২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ৪০ জনের নাম ঘোষণা করা হয়। নতুন তিনজন নিয়ে এখন উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়াল ৪৩ জনে।

আপনি আরও পড়তে পারেন