এক সপ্তাহে সৌদি থেকে ফিরেছেন ৭৬৭ জন

সৌদি আরব থেকে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ৭৬৭ জন প্রবাসী দেশে ফিরেছেন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্র জানিয়েছে, সর্বশেষ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরব থেকে ১৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে পাঁচ নারী রয়েছেন। এ নিয়ে গত সাত দিনে ৪০ জন নারী দেশে ফিরলেন।

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে ও রাত দেড়টায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ও এসভি ৮০২ দুটি বিমানযোগে নতুন করে এই ১৩২ জন দেশে ফেরেন।

দেশে ফেরাদের অভিযোগ, আকামা তৈরির জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকা দিলেও আকামা তৈরি করে দেয়নি। পুলিশের হাতে গ্রেফতারের পর কফিলের সঙ্গে যোগাযোগ করলেও দায়িত্ব নেয়নি। বরং কফিল প্রশাসনকে বলেছেন, ক্রুশ (ভিসা বাতিল) দিয়ে দেশে পাঠিয়ে দিতে।

মঙ্গলবার রাতে দেশে ফেরাদের মধ্যে কেউ কেউ ডিপোর্টেশন ক্যাম্পে ছিলেন কয়েকদিন করে, কেউ কেউ বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে বরাবরের মতো দেশে ফেরত আসাদের মাঝে প্রবাসী কল্যাণ ডেক্সের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার ও পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন