দোহারে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

শিশুদের অধিকার সুরক্ষা এবং শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দোহার উপজেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।এতে দোহার উপজেলার ৩৮টি প্রতিযোগীতার মধ্যে ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান একাই ১৬টিতে প্রথম,১টিতে দ্বিতীয় ও অপরটিতে তৃতীয় স্থান অধিকার করেন।
গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদের সভা কক্ষে জাতীয় শিশু পুরস্কার প্রতিয়োগীতার ফল প্রকাশ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.মারুফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতার বিজয়ীদেও হাতে সার্টিফিকেট তুলে দেন।অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.লিয়াকত আলী,উপজেলা খাদ্য কর্মকর্তা কাকন বসাক,মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবুল কাসেম,সহকারি শিক্ষক সমিতির সভাপতি নিরুপম গুহ,দোহার প্রেসক্লাবের সাধারন –সম্পাদক মাহবুবুর রহমান টিপু,ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.আলতাফ হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন