৩১নং ওয়ার্ডটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই: আলেয়া সারোয়ার ডেইজি

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদপুরবাসীর অহংকার, তরুণ প্রজন্মের মধ্যমণি, জামাত-বিএনপির পেট্রল বোমা ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথের প্রতিবাদী সৈনিক, তরুণ প্রজন্মের অহংকার, গরীব-দুঃখী-মেহনতি জনগণের অকৃত্রিম বন্ধু, চার দলীয় জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের লড়াকু সৈনিক, স্বচ্ছ রাজনীতির প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আনুগত্যের নির্ভিক সৈনিক এবং ঢাকা মহানগর-উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, প্যানেল মেয়র ও বাংলাদেশ যুব মহিলা লীগের সংগ্রামী সহ-সভাপতি, আলেয়া সারোয়ার ডেইজি বলেছেন, আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর ৩১নং ওয়ার্ডটি আওয়ামী লীগ জয় লাভ করতে পারেনি। ৩০ জানুয়ারি ২০২০ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে এই ৩১নং ওয়ার্ডটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছেন। তাই ৩০ জানুয়ারি ২০২০ তারিখের নির্বাচনে বিজয় অর্জনের মধ্যদিয়ে এই ওয়ার্ডটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। তিনি আরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশকে ডিজিটাল করার কথা বলেছিলেন। তখন দেশের স্বাধীনতার বিপক্ষের মানুষ এবং আমাদের পক্ষের অনেকে না বুঝেই বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ, সেটা আবার কী জিনিস। কিন্তু মাত্র প্রায় ৯ বছরে দেশের সরকারি-বেসরকারি কর্মকাণ্ডের হিংসভাগ ইতোমধ্যে ডিজিটাল হয়ে গেছে। এখন মানুষের হাতে হাতে উন্নত প্রযুক্তির মোবাইল। মানুষ চাইলেই স্বল্প খরচে বা অনেকক্ষেত্রে বিনামূল্যে বিদেশে কথা বলতে পারছে। এটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে আগামী দিনগুলোতে কাজ করে যেতে চাই, ৩১নং ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে ব্যক্তি, পরিবার তথা সমাজ ধ্বংসকারী সর্বনাশা মাদকের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই। সব নাগরিক সমস্যা ও ভোগান্তির অবসান ঘটিয়ে ৩১নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে গড়ে তুলতে চাই একবিংশ শতাব্দীর সেরা বসবাসযোগ্য ওয়ার্ড। আলেয়া সারোয়ার ডেইজি দৈনিক আগামীর সময় বলেন, আমি নির্বাচিত হলে বর্তমান প্রক্রিয়াধীন কাজ এবং ভবিষ্যত পরিকল্পনা কাজ গুলি দ্রুত শেষ করবো। কাজ গুলি হচ্ছে, টাউন হলে আধুনিক পার্ক নির্মান, আধুনিক যাত্রী ছাউনি নির্মান, মেথর প্যাসেজ পরিস্কারণ, ওয়ার্ডগুলোতে সি.সি ক্যামেরা প্রতিস্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থিক অসচ্ছল নারীদের কর্মসংস্থানের প্রকল্প গ্রহণ, আসাদগেট থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হকার মুক্ত, পরিচ্ছন্ন মডেল রোড হিসেবে সৌন্দর্য বর্ধন করে এলাকাবাসীর জন্য উপহার দেয়া, পরিস্কার ও পরিচ্ছন্ন আদর্শ ওয়ার্ড গড়ে তোলা, শিশু ও নারীবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলা, বয়স্ক, শিশু ও মেয়েদের বিনোদনের জন্য কার্যক্রম গ্রহন, ছিন্নমূল ও নিম্নবৃত্তদের জন্য বিশেষ সেবা চালু করণ, প্রতিবন্ধীদের জন্য প্রকল্প গ্রহণ, প্রতিটি রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় এবং বিশেষজ্ঞদের পরামর্শ সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সকলকে নিয়ে জঙ্গী, সন্ত্রাস, মাদকমুক্ত এলাকা গঠন এবং বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে WiFi (ওয়াইফাই) এর ব্যবস্থা করা। মশার উত্পাত এলাকার নাগরিকদের অন্যতম স্বাস্থ্য সমস্যার একটি এবং এটি সংক্রামক ব্যধিরও কারণ। তাই মশক নিধন কর্মসূচী হিসেবে এলাকার ভেতরের সব ড্রেন, নালা ও মশা উত্পাদিত হয় এমন জায়গাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাবো।

আপনি আরও পড়তে পারেন