রাষ্ট্রীয় মর্যাদায় জগন্নাথপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন এর  দাফন সম্পন্ন 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরের যুদ্ধাহত বীর  মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ আব্দুল্লাহ খাঁন(৭০)কে রাস্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ীর পাশে দাফন করা হয়েছে।
৭১ এর রণাঙ্গনের অগ্রসৈনিক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইসলামপুর গ্রাম নিবাসী  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  প্রয়াত মোঃ  আব্দুল্লাহ খাঁন এর নামাজে  জানাজা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ ১০ ই জানুয়ারী রোজ  শুক্রবার সকাল ১১টায় অনুষ্টিত হয়েছে। জানাজা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় সালাম জানিয়ে মুক্তিযোদ্ধার বাড়ীর পাশে ইসলামপুর ঈদগাহের মাঠের পাশে দাফন করা হয়। এসময় চউপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) মোঃ  ইয়াছির আরাফাত, জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম নিজাম উদ্দিন জালালী, ইউএনও অফিসের অফিস সহকারী ফয়ছল চৌধুরী, জগন্নাথপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ুম সহ উপজেলা ও ইউনিয়নের শত শত জনসাধারণ ।
উল্লেখ্য,  ৭১ এর রণাঙ্গনের অগ্রসৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন(৭৫) গত ৯ ই জানুয়ারী রোজ  বৃহস্পতিবার দিবাগত রাত ৮ ঘটিকার সময় সিলেট শহরস্থ  লাইফ কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্মীয় – স্বজন রেখে গেছেন।

আপনি আরও পড়তে পারেন