বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়৷

শোভাযাত্রাটি উপজেলা গেইট থেকে বাগমারা কোর্টবিল্ডিং হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন৷ শোভাযাত্রা শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনারে এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়৷

‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে‚‘কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায়‚ ‘তোমার অামার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’। এই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নবাবগঞ্জ উপজেলা শহর৷ শোভাযাত্রায় অংশনেন দোহার- নবাবগঞ্জ কলেজ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু, সালমান এফ রহমানের প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাবেল, ওসি তদন্ত মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদ, রেজাউর রহমান রেজা, দেওয়ান আওলাদ হোসেন, যুবলীগ নেতা রাকিব পত্তনদার, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, সাইফুল বারী শান্ত, শোভন শিকদার, দিপ্ত দেওয়ান, নাহিদুল আলম নাদিম, ফিরোজ হোসেন, রিমন দাশ, মো. সম্রাট প্রমুখ৷

আপনি আরও পড়তে পারেন