৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। তবে নদীতে এখনো কুয়াশা থাকায় ও রোদ না ওঠায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় শুরু হয় ফেরি চলাচল। এর আগে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছিল।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শনিবার দিনগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর রবিবার ভোর ৫টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে তিন শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন