ভারত সফরের আমন্ত্রণ পাচ্ছেন পাক প্রধানমন্ত্রী

ভারত সফরের আমন্ত্রণ পাচ্ছেন পাক প্রধানমন্ত্রী

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকার প্রধানদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ পাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবারের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ায় দেশটির পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানায়, বিধিমালা ও কনভেনশন অনুসারে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নাকি তাদের অন্য প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব পাকিস্তানের।

প্রসঙ্গত, ২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চীনা, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সম্মেলনে এসসিও প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৭ সালের জুনে সংস্থাটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় ভারত ও পাকিস্তান।

 

আপনি আরও পড়তে পারেন