সালমান এফ রহমানের পক্ষে নবাবগঞ্জে শোল্লায় শীতবস্ত্র বিতরণ

ঢাকা দক্ষিণ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷
ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়৷

দত্তখন্ড এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐ অঞ্চলের প্রায় ২ হাজার শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। তীব্র এই শীতে কম্বল পেয়ে শীতার্তদের মুখে অনাবিল হাসি ফুটে উঠে৷

এসময় শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজু, সালমান এফ রহমানের পক্ষে প্রতিনিধি ইফতেখার আহমেদ হৃদয়, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা- রেজাউর রহমান রেজা, শাহিন খান, জালাল উদ্দিন রুমি, রাকিব পত্তনদার, মানেয়ার পাঠান, ছাত্রলীগ নেতা রাহাত মাহমুদ, নাজমুল হাসান রুপু, সাইফুল বারী শান্ত, দিপ্ত দেওয়ান, ফিরোজ হোসেন, সফিকুল ইসলাম অভি, সেলিম মিয়া প্রমুখ৷

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু তার বক্তব্যে বলেন, সবাইকে মাদক, সন্ত্রাসকে না বলতে হবে৷ মাদক আপনাদের জীবনকে ধ্বংস করে ফেলবে৷ তাই মাদক ছেড়ে আপনাদের ভালো পথে চলতে হবে৷ মাদক ও সন্ত্রাস দেশের শত্রু। আমরা চাই আমাদের যুব সমাজ মাদক ও সন্ত্রাস থাকবে।

তিনি অারও বলেন, বাল্য বিবাহকে না বলতে হবে৷ আপনাদের কন্যা সন্তানদের ১৮ বছরের আগে বিয়ে দিবেন না৷ আপনার কন্যা সন্তানকে ভালেভাবে পড়াশোনা করাবেন৷ ভালো পড়াশোনাই তাকে ভালো গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করবে৷

আপনি আরও পড়তে পারেন