আপনারা কাজ বুঝে নিবেন , কোন গাফিলতি বরদাশত করা হবে না

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। শেখ হাসিনার নেতাকর্মীরা প্রতিটি এলাকবার কাজ বুঝে নিবেন। কোন গাফিলতি বরদাশত করা হবে না। মনে রাখবেন- ‘এটা শেখ হাসিনার উন্নয়ন, আপনারা কাজ বুঝে নিবেন’।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন সম্পন্ন করা ৭টি প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, খামে আনা আর চুপিচপি দায়সারা কাজ জেলা পরিষদ চেয়ারম্যান মেনে নেয় না। তাইতো প্রত্যন্ত অ লে নিজে ঘুরে ঘুরে প্রকল্প দিচ্ছি। এ উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন।
উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, দোহার উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জু মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, সদস্য ওয়াহিদুজ্জামান রনি, জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল মোতালেব, বক্সনগর ইউপির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, বাহ্রা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সুবেদুজ্জামান সুবেদ, আওয়ামীলীগ নেতা- নুরুল ইসলাম খোকা, সুরুজ মোল্লা, শেখ শাহাবুদ্দিন, বেলাল মোল্লা, সালাম সিকদার, কাওসার খালাসী, রিপন ভুইয়া, শেখ আজাদ, আবুল কালাম, নুরুল ইসলাম, জসিম উদ্দীন, জালাল উদ্দীন রুমি, মিজানুর রহমান গুলু, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রনি, শেখ রাসেল প্রমূখ।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বাস্তবায়িত উদ্বোধন করা প্রকল্প গুলো হলো- বর্দ্ধনপাড়া বাজার জামে মসজিদ উন্নয়ন, দিঘিরপাড় শ্যামলীদের বাড়ি হতে ফায়জুল করিমের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান, বলমন্তচর আলনূর জামে মসজিদ হতে নদীরপাড় পর্যন্ত রাস্তাসহ ড্রেন নির্মান, আমীরপুর আনোয়ারের বাড়ি হতে বাবুলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান, বড় রাজপাড়া কার্পেটিং হতে নাসিরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান, কাশিমপুর হাজী বাড়ি হতে খাশনূরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান, সমসাবাদ কওমী মাদ্রাসা হতে বুলবুলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মান প্রকল্প উদ্বোধন করা হয়।

আপনি আরও পড়তে পারেন