যে কারণে যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি

যে কারণে যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি

মার্কিন সেনা মোতায়েন রাখতে যুক্তরাষ্ট্রকে ৫০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ২০১৯ সালের ডিসেম্বরে এ অর্থ দেয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, যদি গত ডিসেম্বরে ৫০ কোটি ডলার দিয়ে থাকে সৌদি আরব তাহলে তা হবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বিপরীত। গত সপ্তাহে ট্রাম্প ফক্স নিউজকে জানান, সেনা মোতায়েনের জন্য রিয়াদ ইতোমধ্যে ১০০ কোটি ডলার জমা দিয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের কাছে প্রাপ্ত অর্থের পরিমাণ নিশ্চিত করেনি। এছাড়া অর্থ যে গ্রহণ করা হয়েছে তাও নিশ্চিত করেনি তারা।

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএ’র খবরে বলা হয়েছে, দুই মিত্র দেশের মধ্যে সেনা মোতায়েনের খরচসহ দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন