দোহারে গার্ল গাইডসদের মাঝে শীত বস্ত্র বিতরন।

আগামীর সময় অনলাইনঃ

দোহারে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের সদস্যদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে দোহার উপজেলার বেগম আয়েশা স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনর আয়োজনে ৪০ জনের মাঝে (সুয়েটার)শীতের পোশাক তুলে দেয়া হয়। বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের স্থানীয় কমিশনার কুলসুম বেগমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় তিনি গার্ল গাইডসদের উদ্দেশ্য বলেন আমিও স্কুল কলেজে অধ্যায়ন কালে সদস্য ছিলাম ইহা একটি পারিশ্রমিক বিহীন দায়িত্ব ও স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। এছাড়াও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্যে তিনি বলেন তার আগে নিজেকে মেধাবী হিসাবে গড়ে তুলতে হবে তার জন্য পড়াশোনা পড়াশোনা পড়াশোনার বিকল্প নেই।

আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী,তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক স্কুলে থাকা কালীন হলদে পাখীর ঝাঁকের সদস্য ছিলেন। ইতিমধ্যে তিনি প্রাথমিকদের হলদে পাখীর ঝাঁক,মাধ্যমিকদের জন্য গার্ল গাইডস,কলেজে পড়ুয়াদের জন্য রেঞ্জার দল খোলার পরিপত্র জারি করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দোহার শাখার গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মিছের খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান, সহসাধারণ সম্পাদক ও নারিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সামিনা আক্তার তুলি, লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও কোষাধ্যক্ষ ফিরোজা আক্তার, লটাখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও সহকারী কোষাধ্যক্ষ সাগরিকা সূত্রধর, বেগম আয়শা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও সদস্য মুসলিমা ইয়াসমিন, লটা খোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও সদস্য নিপা মুনালিছা, সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ও সদস্য নাসরিন সুলতানা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন