রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ছে চীনে

চীনে রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পরেছে। গত দুই মাস ধরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির শত শত নাগরিক।  

বিবিসি জানায়, গত বছরের ডিসেম্বরে চীনের ইউহান শহরে এই ভাইরাসের আবির্ভাব ঘটে। শহরটির সামুদ্রিক খাবার বিক্রির একটি বাজার থেকে সর্বপ্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের ওই  প্রদেশে দুজন মারা যাওয়ার খবর বলা হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন সে দেশের নাগরিকরা।

বিবিসি আরও জানায়, এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭০০ জন। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন মহামারী গবেষক নেইল ফার্গুসন।  তিনি আরও বলেন, এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। তাই এ বিষয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।

আপনি আরও পড়তে পারেন