রিসোর্টে ভারতীয় ৮ পর্যটকের রহস্যজনক মৃত্যু

নেপালে বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ভারতের কেরালার ৮ পর্যটকের। কাঠমান্ডুর হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জানুয়ারি) তারা মারা যান। সংবাদ সংস্থা সূত্রে খবর, মধ্যে নেপালের এক রিসোর্ট থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই আট জনকে উদ্ধার করা হয়েছিল।

কাঠমান্ডু পুলিশ জানাচ্ছে, ওই ৮ জন রিসোর্টের একই ঘরে ছিলেন। ঠান্ডার হাত থেকে বাঁচতে সোমবার রাতে গ্যাস হিটার জ্বালিয়ে শুয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গ্যাস হিটার থেকে শ্বাসরুদ্ধ হয়েই তারা সংজ্ঞা হারিয়েছিলেন। পরে মৃত্যু হয়। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি নেপাল পুলিশ।

মাকওয়ানপুরের পুলিশ সুপার সুশীল সিং রাঠোর বলেন, মৃতদেহের মধ্যে ৪ শিশুও রয়েছে। মৃতদের পরিচয় মঙ্গলবার রাত পর্যন্ত জানা যায়নি। তবে তারা যে কেরালার বাসিন্দা সে বিষয়ে তিনি নিশ্চিত করেন।

তিনি জানান, কাঠমান্ডুর কাছেই দামানে ঘুরতে এসেছিল ১৫ ভারতীয় পর্যটকের একটি দল। মৃত আট জন ওই দলেরই সদস্য বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাত ৯টায় ৮ জন রিসোর্টটিতে আসেন।

পুলিশ সুপার জানান, এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার মৃতদেহগুলোর ময়নাতদন্তও হয়েছে।

আপনি আরও পড়তে পারেন