কর আদায়ের পরিকল্পনা জানালেন তাপস

আজ বুধবার রাজধানীর বকশীবাজারে একটি ব্যবসায়িক সম্মেলনে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা জানান।

নির্বাচনে বিজয়ী হলে কীভাবে কর আদায় করবেন- সেই পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের একজন যোগ্য ও দক্ষ সেবক নির্বাচিত করবে, যার মাধ্যমে তাদের মৌলিক সেবাগুলো নিশ্চিত হবে। এলাকাবাসীর জন্য যে চিন্তা করবে, পরিকল্পনা করবে এবং ঢাকাবাসীকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবে।’

কর আদায় নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ‘কোনো রকম কর বৃদ্ধি করা হবে না। বরং এখানে কর সমন্বয়ের প্রয়োজন রয়েছে যাতে করে ব্যবসায়ীরা কোনোরকম ভাবে যাতে হয়রানির সম্মুখীন না হয়।’

দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলবেন জানিয়ে দক্ষিণের এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করবো যাতে করে কর আদায়গুলো সহজলভ্য হয়।

শুধুমাত্র হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স নয়, আরও অনেক সুবিধা দেওয়ার সুযোগ রয়েছে ব্যবসায়ীদের। সেটার আওতায় রাজস্ব আহরণ আমি বিশ্বাস করি অনেকাংশে বৃদ্ধি হবে।’

এ সময় উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, ‘ঢাকা উত্তরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমি ঢাকা দক্ষিণ নিয়ে ব্যস্ত।’

আপনি আরও পড়তে পারেন