পিঠার প্রশংসায় পঞ্চমুখ উপমন্ত্রী

মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা অফিসার্স কাব চত্বরে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের হাতের তৈরি পাটিসাপটা, দুধপুলি, নারকেল পুলি পিঠা, পায়েস, জামাই পিঠা, চিতই, ভাপা, তেল ও নকশি পিঠাসহ নানা স্বাদের হরেক রকম মজাদার দেশীয় ঐতিহ্যবাহী পিঠা। সকাল সাড়ে ১০টায় উপজেলার পিঠা উৎসবে যোগ দিয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ অন্যান্য অতিথিরা পিঠার স্বাদ গ্রহণ করেন এবং বিভিন্ন স্বাদের বাংলার পিঠার প্রশংসা করেন।

এরপর আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এছাড়াও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারের পিঠা উৎসবে প্রায় ২৫টি স্টল নানা রকমের পিঠার পসরা নিয়ে বসেছিল।

পিঠা উৎসব শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পারমাকালচার ডিজাইন কোর্সের (পিডিসি) উদ্বোধন এবং সব ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

 

আপনি আরও পড়তে পারেন