বিএনপি চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের জনগণ খুব সহজেই যেনো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ জন্যই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন ব্যবহার করা হচ্ছে। বিএনপি চায় না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আকাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিলেন সেইটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি ব্যবহার করেছে। জনগণের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার জন্যই ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন ব্যবহার করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন