পাকিস্তান ৯ উইকেটে বিজয়ী।

দলপতি বাবর আজম ও অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের ব্যাটে বড় জয় পেয়েছে পাকিস্তান। এজয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে তাদের। দু’জনেই করেছেন অপরাজিত হাফসেঞ্চুরি। ৪৪ বলে ৭ চার ১ ছয়ে ৬৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক বাবর আজম। অন্যদিকে মোহাম্মদ হাফিজ ৪৯ বলে ৯ চার ও ১ ছয়ে করেন ৬৭।     

বাংলাদেশের ১৩৭ রানের দেয়া টার্গেটে খেলতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে পাকিস্তান। শুরুতে ফিরে যান পাকিস্তানের ওপেনার এহসান আলী। টাইগারদের পক্ষ থেকে প্রথম আঘাত হানেন পেসার শফিউল ইসলাম।

তার বিদায়ে ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। খেলেন ৬৭ রানের অসাধারণ ইনিংস।

অন্যদিকে, প্রথম টি-২০’তে শূন্য রানে আউট হওয়া দলপতি বাবর আজম আজ খেলেছেন দুর্দান্ত। নিজের অর্ধশতকের সাথে লাহোরে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় পায় তারা। এ জয়ে সিরিজ নিশ্চিত মেসবাহ-উল-হকের শিষ্যদের।

স্কোর:
পাকিস্তান ১৩৭/১

বাবর আজম ৬৬* (৪৪)
এহসান আলী ০ (৭)
মোহাম্মদ হাফিজ ৬৭* (৪৯)

বোলার:
মেহেদী হাসান ৪-০-২৮-০
শফিউল ইসলাম ৩-০-২৭-১
আল আমিন হোসেন ৩-০-১৭-০
মোস্তাফিজুর রহমান ৩-০-২৯-০
আমিনুল ইসলাম ২-০-১৬-০
আফিফ হোসেন ১-০-১৬-০

ফল: পাকিস্তান ৯ উইকেটে বিজয়ী।

আপনি আরও পড়তে পারেন