ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য মিলবে ১০৫ নম্বরে

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য এসএমএস এর মাধ্যমে জানা যাবে। তথ্য জানতে ১০৫ নম্বরে এসএমএস করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পিসি স্পেস এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর দিয়ে ১০৫ নম্বরে (PC NID number send 105) পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য চলে আসবে ভোটারের মোবাইলে।

ইসি সূত্র জানায়, আসন্ন ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনে উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রে ৭ হাজার ৮৫০টি ভোটকক্ষ থাকবে। এই সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ৯ হাজার জন। দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রে ৬ হাজার ৫৮৯টি ভোটকক্ষ থাকবে। এই সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫২ হাজার জন।

আপনি আরও পড়তে পারেন