করোনাভাইরাস পদ্মাসেতু নির্মাণে প্রভাব ফেলবে না: ওবায়দুল কাদের

করোনাভাইরাস পদ্মাসেতু নির্মাণে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, চীন থেকে যারা আসছেন তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আর যারা এরই মধ্যে এসেছেন নিয়ম অনুযায়ী তাদেরকে ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।

পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক কাজ করছেন বলে জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, এদের মধ্যে ১৫০ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণ কাজে কোনও অসুবিধার সৃষ্টি হবে না।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এতে সরকার কমিশনকে সহযোগিতা করবে। সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের কোনো বাধা দেবে না আওয়ামী লীগ। কিন্তু ভোট কেন্দ্রে যদি এজেন্ট দিতে না পারে সে ব্যর্থতা বিএনপির।

তিনি আরও বলেন, নির্বাচনে ৬৭ জন বিদেশিসহ এক হাজারের বেশি পর্যটক থাকবে। সেখানে নিজ দলের কাউকে রাখা হয়নি।

নির্বাচনের পরিবেশ ভালো উল্লেখ করে বিএনপি অস্ত্রধারীসহ বহিরাগতদের ঢাকায় এনে ভোটকেন্দ্র রক্ষার নামে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের কাছে তথ্য আছে, বিএনপি সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের ঢাকায় জড়ো করছে। এদের মধ্যে চিহ্নিত অস্ত্রধারী ও অপরাধীরাও আছে।

ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র পাহারার নামে তারা নির্বাচনী পরিবেশ ভণ্ডুল করার চেষ্টা করবে। এ ধরনের তথ্যও আমাদের কাছে। তাদের অতীত ইতিহাস এটাই বলে। নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও প্রভাবমুক্ত হবে। এ ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে শতভাগ সহায়তা করছে। এই নির্বাচন অতীতের নির্বাচনের চেয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে হচ্ছে। নির্বাচন নিয়ে সবার মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

আপনার অভিযোগ মতে, বিএনপি শহরে নেতাকর্মী ও সন্ত্রাসীদের জড়ো করছে, তাহলে এটি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কিনা? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপি মোটেই একটি ভঙ্গুর রাজনৈতিক দল নয়। দেশে তাদের যথেষ্ট সমর্থন ও প্রভাব রয়েছে। আওয়ামী লীগের রাজনীতির একটি বিরোধী প্ল্যাটফর্ম হলো বিএনপি। তাদের ওপরও অনেকের আস্থা রয়েছে। কাজেই অতীতে তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমি বলেছি, তারা যেকোনো ঘটনা ঘটাতে পারে। এ জন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের অনুরোধ তারা যেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়।

আপনি আরও পড়তে পারেন