শ্রীনগরে নকল কীটনাশক বিক্রির দায়ে দোকান সিলগালা

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নকল কীটনাশক বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গত সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার সিংপাড়া বাজারে মেসার্স মিতু এন্টারপ্রাইজের কর্ণধার মো. রিপন শেখকে এই জরিমান করা হয়।
উপজেলা কৃষি অফিস জানায়, কৃষি অফিসার শান্তনা রানী সিংপাড়া বাজারের মেসার্স মিতু এন্টারপ্রাইজে পরিদর্শনে গেলে দোকানে সিনজেনটা কোম্পানীর নকল কীটনাশক ভিরতাকো’র সন্ধান পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানটি সিলগালা এবং ব্যবসায়ী রিপন শেখকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। দোকান থেকে জব্দকৃত প্রায় আড়াই লাখ টাকার নকল কীটনাশক জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটেরী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর থানা পুলিশ সদস্যবৃন্দ, উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ ভুক্তভোগী কৃষকগণ।

আপনি আরও পড়তে পারেন