অস্ট্রেলিয়ায় তৈরি হলো করোনা ভাইরাসের জীবাণু (ভিডিও)

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মতো গবেষণাগারে করোনা ভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন দেশটির বিজ্ঞানীরা। চীনের বাইরে প্রথম কোনো দেশ এ ভাইরাস আবিষ্কার করল। যা করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারে এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করা হয়েছে।

এ ব্যাপারে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ গবেষণা থেকে পাওয়া ফল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে পাঠানো হবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষজ্ঞ ল্যাবের গবেষকরা বলেছেন, সংক্রামিত রোগীর কাছ থেকে ভাইরাসটির অনুলিপি নিয়ে ভাইরাসটি আবিষ্কার করতে পেরেছেন। গত শুক্রবার তাদের কাছে এ নমুনা পাঠানো হয়েছিল।

ডা. মাইক ক্যাটন বলেছেন, আমরা বহু বছর ধরে এ জাতীয় একটি ঘটনার জন্য পরিকল্পনা করে আসছি এবং সে কারণেই আমরা এতো দ্রুত উত্তর পেতে সক্ষম হয়েছি।

এদিকে চীনে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে অন্তত ১৬টি দেশে। এছাড়া আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ।

https://www.youtube.com/watch?v=V3lmwlrIU58

আপনি আরও পড়তে পারেন