গভীর রাতে ফুটবলারকে দেখে পথশিশুর কান্না, চোখ মুছে তুলে দিলেন কম্বল

ক’দিন আগে সাকিব আল হাসান রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছিলেন। এবার সেই কাতারে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সম্প্রতি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন ওই খবর।

গভীর রাতে কম্বল নিয়ে রাস্তায় বের হন জামাল। উদ্দেশ্য ফুটপাতের অসহায় মানুষদের সাহায্য করা। একটা সময় জামালকে দেখে আবেগও হারিয়ে ফেলে এক পথশিশু। কেঁদেই ফেলেন সে। এরপর চোখ মুছে ওই পথশিশুর হাতে কম্বল তুলে দেন জামাল।

এ নিয়ে আবেগঘন স্ট্যাটাসে জামাল লিখেছেন, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য শিশু কিশোর শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে।’

‘দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে এমনকি নানা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে বাধ্য হয়।’

‘কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই রাত ২টার সময় আমি কিছু কম্বল নিয়ে ঢাকার বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাড়াতে।’

‘আসলে, আরও আগেই এমন কিছু করতে চেয়েছিলাম তবে দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, জামালের জন্ম ও বেড়ে ওঠা ডেনমার্কের কোপেনহেগেনে। ফুটবলের হাতেখড়িও হয় সেখানে। তবে শিকড়ের টান ভোলেননি। ২০১১ সালে বাংলাদেশে আসেন। এরপর নাম লেখান বাংলাদেশ জাতীয় ফুটবল দলে।

আপনি আরও পড়তে পারেন