তাপসের নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ তার নির্বাচনী ইশতিহার ঘোষণা করবেন।

তাপসের মিডিয়া ও জনসংযোগ সমন্বয়ক তারেক সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারেক সিকদার জানান, বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তার নির্বাচনী ভাবনা তুলে ধরবেন ব্যারিস্টার তাপস। তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য কী কী করবেন তা জানাবেন এই সংবাদ সম্মেলনে।

এর আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে।

কোনোভাবেই যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় জানিয়ে ব্যারিস্টার তাপস আরও বলেন, কোনো সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে। আমি নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করবো, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় তিনি আরও বলেন, নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন ইশরাক হোসেন। আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

আপনি আরও পড়তে পারেন