দোহারে অবৈধ ড্রেজার পাইপের গতিরোধকে সমস্যায় পড়ছে যানচলাচল।

 নিজস্ব প্রতিবেদকঃ

দোহারের মাহমুদপুর ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় পাকা রাস্তার উপর দিয়ে নিয়মনীতি ছাড়াই ড্রেজারের পাইপ দিয়ে গতিরোধক তৈরি করে ব্যবসা করে আসছে বালু ব্যবসায়ীরা। এতে রাস্তায় চলাচলে অসুবিধা হচ্ছে বিভিন্ন ছোট বড় যানবাহনের। রাস্তায় প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জায়গায় গতিরোধক থাকার পরও ড্রেজার ব্যবসায়ীরা তাদের ব্যবসার সুবিধায় ইচ্ছেমতো রাস্তার উপর দিয়ে ড্রেজারের পাইপদিয়ে গতিরোধক তৈরি করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে রাস্তায় চলাচলে দূর্ঘটনার আশঙ্কা বেড়েছে। মাহমুদপুর ইউনিয়নের আশ্রাফুল উলুম মাদ্রাসার সামনে পর পর দুটি গতিরোধক থাকার পরও দেখা যায় এর ১০০ মিটারের মধ্যেই ড্রেজারের পাইপ দিয়ে অনেক উঁচু করে গতিরোধক তৈরি করে রেখেছে। রাকিব নামে এক অটোরিকশা চালক বলেন, এই ড্রেজারের পাইপ থাকার কারনে আমাদের গাড়ি চালাতে সমস্যায় পড়তে হয়। শাহ আলম নামে আরেকজন অটোরিকশা চালক বলেন, মাঝে মাঝে অপরদিক থেকে গাড়ি আসলে ড্রেজারের পাইপ থাকার কারনে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মো. নিজাম নামে এক ড্রেজার ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এইভাবে অবৈধ গতিরোধক তৈরি করে ব্যবসা করে আসছে। ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় নিজাম এইভাবে অবৈধ গতিরোধক তৈরি করে রেখেছে। এবং তার ব্যবসা পরিচালনা করে আসছে। স্থানীয়রা আরো জানান, পাইপদিয়ে অবৈধ গতিরোধকের কারনে দেশে দূর্ঘটনা বেড়েই চলেছে। এগুলা অপসারনে প্রশাসনকে আরো জোরদার হতে হবে। এ বিষয়ে নিজামের সাথে কথা বলার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে চর লটাখোলা সহ কয়েকটি স্থানে অভিযানের মাধ্যমে অবৈধ ড্রেজার পাইপ ও মেশিন ধ্বংস করে। উপজেলা প্রশাসনের এই অভিযান এখনো অভ্যাহত রয়েছে। তারপরও অবৈধভাবে ড্রেজারের ব্যবসা করে আসছে।

আপনি আরও পড়তে পারেন