১৮ ঘণ্টা পর শিশু আরশাদুলকে পাওয়া গেল, তবে মৃত

নিখোঁজের ১৮ ঘণ্টা পর রাজধানীর পূর্ব রাজারবাগ এলাকায় খালে পড়ে নিখোঁজ হওয়া আরশাদুলের (৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বিকেল ৩টার দিকে সবুজবাগের হক সোসাইটির মাঠে মার্বেল খেলার সময় হঠাৎ পাশের মান্ডা খালে পড়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পাঁচ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তা সোমবার সকাল পর্যন্ত স্থগিত করে ফায়ার সার্ভিস। মান্ডার খালটি অনেক গভীর ও ময়লাযুক্ত থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

অন্যদিকে শনিবার বিকেল ৪টার দিকে কদমতলী এলাকায় খেলা করছিল ৫ বছরের শিশু আশামণি। নিখোঁজ শিশু আশামণিকে দুইদিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, মান্ডা খালটি অরক্ষিত হওয়ায় গতবছরও খালে পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়।

এদিকে রাজধানীর কমদতলীতে নিখোঁজ শিশু আশামণির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন