ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে

রাজধানীর ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে পড়েছে। এসময় বাসটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পাঁচজন আহত হয়েছেন।

সর্বশেষ খবরে জানা গেছে বাসটিতে পরীক্ষার্থীসহ মোট যাত্রী ছিলেন ৩৩ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত বাস ও যাত্রীদের এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

এদিকে এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হলেও তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কয়েকজন এসএসসি পরীক্ষার্থী তাদের অভিভাবকদের নিয়ে আশুলিয়া থেকে একটি বাসে ধামরাইয়ের কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়।

পরে তারা কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে। এ সময় একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ভেতরে থাকা তিন পরীক্ষার্থী, একজন শিক্ষক ও এক অভিভাবক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার এস আই কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন