পঞ্চগড়ে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার  চাকলাহাট এলাকায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর থেকে পাখিটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান জানায়, তারা দেখে একটি পাখিকে কুকুর তাড়া করছে। কাছে গিয়ে তারা দেখতে পায় একটি ময়ূর। পরে তারা স্থানীয়  কামরুজ্জামান সহ কয়েকজনকে জানায়। তারা সকলে কুকুরের হাত থেকে পাখিটিকে উদ্ধার করে বাচ্চু মিয়ার বাড়িতে নিয়ে আসে।

ময়ূরটি উদ্ধার করা হয়েছে বাচ্চু মিয়ার বাড়িতে শুনে এলাকার মানুষ ছুটে আসে এক নজরে ময়ূর দেখতে। মূহূর্তে পুরো বাড়ি লোকে লোকারণ্য হয়ে পড়ে।

খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা ছুটে আসে। পরে বাড়ির মালিক বাচ্চা মিয়া সন্ধ্যায় পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিনুলের হাতে ময়ূরটি হস্তান্তর করেন।

পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, আমরা ময়ুর পাখিটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে সংরক্ষণের জন্য পাঠাবো।

 

 

 

আপনি আরও পড়তে পারেন