‘৩০০’র তামিম ৩-এ শেষ

ক’দিন আগে ঘরের মাঠে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেই তামিমই আজ (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩-এ আটকে গেলেন।

দলীয় ৩ রানের মাথায় মোহাম্মদ আব্বাসের এলবির ফাঁদে পা দিয়ে ফিরে যাস সাজঘরে। এটাই তো ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আসল তফাৎ।

পাকিস্তান সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর গলায়ই বলেছিলেন। মিরপুর আর রাওয়ালপিন্ডি এক না। শেষ পর্যন্ত মিলে গেল উত্তর। অন্তত তামিম পেয়ে গেছেন আভাসটা।

লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। পিণ্ডির পুরনো ক্ষতে প্রলেপ দিতেই মাঠে নামা। এরিমধ্যে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালোই চাপে পড়েছে অতিথিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩২ রান করেছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। আজকের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় সাইফ হাসানের। যদিও তার যাত্রাটা মোটেও ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

আপনি আরও পড়তে পারেন