টাইগার যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠল তারা। এ যে ৩২ বছরের মধ্যে প্রথম এত বড় অর্জন। ১৯৮৮ থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপের মঞ্চে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ দৌড় ছিল সেমিফাইনাল খেলা। ২০১৬ সালে ঘরের মাঠে ওই প্রাপ্তির দেখা পেয়েছিল জুনিয়র টাইগাররা। এবার ওই অতীতকে ছাড়িয়ে এক লাফে কাটল ফাইনালের টিকিট।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

 

 

 

https://www.youtube.com/watch?v=BHqOXChmTOE

আপনি আরও পড়তে পারেন