বিচারক ছুটিতে, ইশরাকের সাক্ষ্যগ্রহণ পেছালো

ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে সদ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ধানের শীষের পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় ওই মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। রোববার (৯ ফেব্রুয়ারি) মামলাটিতে প্রথম সাক্ষ্যগ্রহণের দিনে আদালতে ‍হাজির হয়েছিলেন তিনি।

ইশরাকের আইনজীবী নুরুজ্জামান তপন বলেন, বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছেন।

ঢাকা সিটি নির্বাচনের প্রচারণা চলার মধ্যেই গত ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে নয় বছরের আগের মামলাটিতে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়ে ৯ ফেব্রুয়ারি সাক্ষ্য শুরুর তারিখ রেখেছিলেন বিচারক শেখ নাজমুল আলম।

সম্পদের তথ্য-বিবরণী চেয়ে দুদক ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তার বোন সারিকা সাদেককে আলাদা নোটিস দিয়েছিল।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন