‘অভিনন্দন ক্যাপ্টেন’

আইসিসি’র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। মাঠে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে তাদের ওপর চোখ ছিলো পুরো বাংলাদেশের সবার। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রাকিবুল হাসান যখন উইনিং শট নিলেন, তখন মুহূর্তের মধ্যেই যেন গর্জে উঠল হাজার মাইল দূরের বাংলাদেশ। উঠবেই তো! প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় বলে কথা।

এমন দুর্দান্ত জয়ের পর শিরোপা উল্লাসে মাতলেও, নিজের উত্তরসূরীদের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জুনিয়র টাইগারদের প্রশংসায় ভাসানোর পাশাপাশি তাদের ভবিষ্যতের দিকে চোখ রাখার পরামর্শই দিয়েছেন দেশসেরা পেসার ও অধিনায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস। এছাড়া রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ- সবাইকে অভিনন্দন। তুমি দুর্দান্ত আকবর (আলি)। শুধু আবেগটা ধরে রাখতে পারলেই হবে। কী অসাধারণ সাফল্য। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য অনিন্দ্য সুন্দর মুহূর্ত।’

একই সঙ্গে মাশরাফি মনে করিয়ে দেন, এখনও অনেকদূর যেতে হবে, পেতে হবে আরও অনেক সাফল্য। টাইগার যুবাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেন, ‘আরও অনেক অনেক দূর যেতে হবে তোমাদের। ভবিষ্যতে আরও অনেক বেশি সাফল্য পাও- সেই শুভকামনাই থাকলো। এখন সাফল্যটা উপভোগ করো। অভিনন্দন মি. ক্যাপ্টেন আকবর, অভিনন্দন বাংলাদেশ।’

আপনি আরও পড়তে পারেন