আল্লাহর রহমতে সে দেশের মুখ উজ্জ্বল করেছে: কেঁদে কেঁদে বললেন আকবরের মা

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক আকবর আলীর মা সাহিদা আক্তার।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এরপর বলেন, ‘আমার দোয়া নিয়ে খেলতে গিয়েছিল ছেলে। আল্লাহর রহমতে দেশের মুখ বিশ্বে উজ্জ্বল করেছে সে। তার এ জয় পুরো দেশবাসীর।’

টিভি পর্দায় খেলা দেখেন আকবরের বাবা মোস্তফাও। ছেলের পারফরম্যান্সে অভিভূত তিনি। কাঁদতে কাঁদতে মোস্তফা বলেন, ‘আমি কান্না থামাতে পারছি না। এ কান্না খুশির কান্না। আল্লাহ আমার ছেলের ওপর রহমত বর্ষণ করেছেন। তাই পুরো বিশ্বে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছে সে।’

বলেছেন, আমার ছেলে জয় নিয়ে দেশে ফিরবে-এ পণ করেই খেলতে গিয়েছিল। সন্তান আমার অদম্য। তার ইচ্ছা পূরণ হয়েছে। সঙ্গে আমরা একটা বিশ্বকাপ জিতলাম।

আকবরের গ্রামের বাড়ি রংপুরের পশ্চিম জুম্মাপাড়া। বিশ্বজয়ের পর পরই তার বাড়িতে ভিড় জমান সাংবাদিকরা। ঢল নামে শুভাকাঙ্ক্ষীদেরও।

পরে বিজয় আনন্দে প্রকম্পিত হয়ে ওঠে তার বাড়িসহ পুরো এলাকা। জয় উৎসবে বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল এসে ও বাড়ির সামনে সমবেত হয়।

আপনি আরও পড়তে পারেন