দেশকে মাদকমুক্ত রাখতে সুস্থ্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই

দেশকে মাদকমুক্ত রাখতে সুস্থ্য সংস্কৃতি চর্চার

বিকল্প নেই

=অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়

বিপিএম বার
মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি \
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম বার,
পিপিএম বার বলেছেন সারাদেশের ন্যায় নবীগঞ্জকেও মাদকমুক্ত রাখতে সুস্থ্য
সংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি বলেন, জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে হলে
নিজেকে সঠিকভাবে তৈরি করতে হবে। তিনি গত রবিবার রাতে নবীগঞ্জের
ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন কর্তৃক তাঁকে দেয়া এক
সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
আনন্দ নিকেতনের সভাপতি জিপেশ গোপের সভাপতিত্বে ও সাবেক সভাপতি কাঞ্চন
বণিকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব ও প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ
কমিশনার কৃষ্ণপদ রায় বিপিএম বার, পিপিএম বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন আনন্দ নিকেতনের উপদেষ্ঠা ও স্বাস্থ্য অধিদপ্তর-এর সাবেক ডেপুটি ডাইরেক্টর
ডাঃ শফিকুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান,
ওসি তদন্ত উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার
হোসেন মিঠু, আনন্দ নিকেতনের উপদেষ্ঠা আব্দুল আহাদ সাদী, ডাঃ তাপস
আচার্য্য, অসীম কুমার রায়, এড. অলক রায়, প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেব। বক্তব্য
রাখেন, অমীয় রায়, সুকেন্দু পুরকায়স্থ, চারু দেব, সাধন দাশ, বিষ্ণুপদ রায়, উত্তম
কুমার রায়, উৎপল দাশ, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি তনুজ রায়, পিন্টু রায়,
সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, সহ-সাধারণ সম্পাদক
সঞ্জয় বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক সৌমেন রায়, প্রচার সম্পাদক গোলাম
রব্বানী চৌধুরী রোমান, সদস্য পৃথ্বিশ চক্রবর্তী, ঝলক চক্রবর্তী, ক্লাস পরিচালক
সৈলেন কুমার দাশ। উপস্থিত ছিলেন সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য, আলাল চৌধুরী,
অনিক দাশ রাজন, মোঃ রাজিব, দূর্জয় রায় দীপ, নৃত্য বিভাগের ছাত্র কাশেম আলী,
নেপাল ঘোষ, মোঃ আসাদুজ্জামান চৌধুরী লিংকন, জয় ঘোষ, রবিন মিয়া, রাজীব
রায় প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, সংস্কৃতি চর্চার সাথে লেখাপড়াকে
সর্বাত্মক গুরুত্ব দিতে হবে। কারন, সঠিকভাবে লেখাপড়া না করলে জীবনের কাঙ্খিত
লক্ষ্যে পৌছানো যাবে না। তিনি বলেন, আপনারা যে যে অবস্থানেই থাকেননা

কেনো, সেখান থেকেই দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। সবাই মিলে দেশের
মঙ্গলে কাজ করলে অবশ্যই সেই দেশ পিছিয়ে থাকতে পারে না।

মোঃ হাসান চৌধুরী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
তাং- ১০/০২/২০২০

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন