নবীগঞ্জে পৌরসভার কর্তৃক অমর একুশে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বই মেলার আয়োজনে মতবিনিময় সভা

নবীগঞ্জে পৌরসভার কর্তৃক অমর একুশে মুজিব বর্ষ
উদযাপন উপলক্ষে বই মেলার আয়োজনে মতবিনিময় সভা

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি\
নবীগঞ্জ পৌরসভা কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারো মহান মাতৃভাষা
দিবস উপলক্ষে তিন দিন ব্যাপি অমর একুশে বই মেলার করতে যাচ্ছে। এ
উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা হলরুমে গতকাল সোমবার দুপুরে কবি,
সাহিতিক,সাংবাদিক,সাংস্কৃতিক সামাজিকও সুশীল সমাজের
প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।পৌরসভার মেয়র
আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য
বিশিষ্ট্য গীতিকবি টিভি উপস্থাপক জাহাঙ্গীর রানা,পৌরসভার প্যানেল
মেয়র এটিএম সালাম, কবি আফতাব আল মাহমুদ,প্রেসক্লাবের সাধারন
সম্পাদক মোঃ আলমগীর মিয়া, আজিজুর রহমান নবাব,আলী আমজদ
মিলন, পৌর কাউন্সিলর কবির মিয়া,জায়েদ চৌধুরী, সুন্দর আলী,
প্রাণেশ দেব,রুকেয়া বেগম, কবি পৃথ্বিশ চক্রবর্তী, জি এম সোনা
মিয়া, সংগীত শিল্পী বিন্দু সূত্রধর, সামস খেলা, পপ শিল্পী,শিক্ষক রুবেল
মিয়া,কাজী হাসান আলী, শাহ মিলাদুর আবেদ এস এম সাজ্জাদ, আবু
তাহের চৌধুরী, আব্দুর রকিব হক্কানী,জীবেশ গোপ, নীলকন্ঠ দাশ সামন্ত
নন্টি, সাংবাদিক তৌহিদ চৌধুরী অরুনাভ বনিক পলাশ, সৈয়দ
আব্দুল আলী প্রমুখ।

মোঃ হাসান চৌধুরী
নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি

 

 

 

 

 

 

https://www.youtube.com/watch?v=BHqOXChmTOE

আপনি আরও পড়তে পারেন