শিক্ষাবোর্ডের ৩০ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি, আন্দোলনের হুমকি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। এ ঘটনায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বদলিকৃতরা দাবি করছেন তারা বোর্ডের নবাগত চেয়ারম্যান ড. আমীর হোসেনের প্রতিহিংসার শিকার হয়েছেন। দুর্নীতির দায়ে অবসারিত শিক্ষা বোর্ডের সাবেক সচিব মোল্যা আমীর হোসেন সম্প্রতি যশোর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর এক সপ্তাহের মধ্যেই তিনি একযোগে ৩টি পৃথক স্বারকে এসব কর্মকর্তা কর্মচারীকে বদলি করা হয়েছে। এ ঘটনায় বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের একদিকে ক্ষোভ ও হতাশা অন্যদিকে আতঙ্ক বিরাজ করছে। এদিকে বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে কর্মচারী ইউনিয়নের নেতারা কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেছেন।

বোর্ডের সচিব প্রফেসর এ.এম.এইচ আলী আর রেজা ও উপ-সচিব (ভারপ্রাপ্ত) এস.এম. রফিকুল ইসলামের ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত প্রশাসনিক স্বার্থে বদলির আদেশ দেয়া হয়েছে।

বোর্ডের প্রশা-০৫/১০৪/৩/ ২৯০৯ স্মারকে বোর্ডের কলেজ নিবন্ধন শাখা রেকর্ড সাপ্লায়ার মশিয়ার রহমানকে (১) তত্ত্বাবধায়ক শাখার মেইন গেটের কাজী আলীম উদ্দিনের স্থলে, বিদ্যালয়ের অনুমোদন শাখার রেকর্ড সাপ্লায়ার মো. দেলোয়ার হোসেনকে তত্ত্বাবধায়ক শাখার (১ নং গেট) মো. রমজান আলীর স্থলে, বিদ্যালয় পরিদর্শক সুরুজ প্রধানিয়ার স্থলে হিসাব প্রধান শাখার শুন্য স্থানে, কলেজ পরিদর্শকের দপ্তরের শাহজাহান আলীকে বিদ্যালয় অনুমোদন শাখার রেকর্ড সাপ্লায়ার দেলোয়ার হোসেন স্থলে, বিদ্যালয় অনুমোদন শাখার রেকর্ড সাপ্লায়ার সিরাজুল ইসলাম-৪কে উপ-পরিচালক (হিওনির) মো. আব্দুল কাদেরের স্থলে, উপ-পরিচালক (হিওনি) দপ্তরের সাধারণ কর্মচারী আব্দুল কাদেরকে বিদ্যালয় অনুমোদন শাখার সিরাজুল ইসলাম (৪) এর স্থলে, ১ নম্বর মেইন গেটের তত্ত্বাবধায়ক শাখার কাজী আলীমুদ্দিনকে কলেজ পরিদর্শক দপ্তরের শাহজাহান আলীর স্থলে, তত্ত্বাবধায়ক শাখা (অফিস গেট) সাধারণ কর্মচারী মো. রমজান আলীকে কলেজ নিবন্ধন রেকর্ড শাখার স্থলে যোগদান করতে বলা হয়েছে।

বোর্ডের প্রশা-০৫/১০৪/৩/ ২৯১১ নম্বর স্মারকে নিরাপত্তা অফিসার মোহাম্মদ মনির হোসেনকে সহ পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ শাহানুর হকের স্থানে, সহকারী বিদ্যালয় পরিদর্শক (অনুমোদন) মো. আহসান আলীমকে সহকারী অফিসার (প্রদান) মোছা. সালমা আফরোজের স্থানে, সহকারী বিদ্যালয় পরিদর্শক (অনুমোদন) সুলতান আহমেদ পাড়কে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) এম. এম. আনিসুর রহমানের স্থলে, সহ কলেজ পরিদর্শক কাজী মো. জুলফিকার আলীকে নিরাপত্তা অফিসার মো. মনির হোসেনের স্থলে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) এম.এম. আনিসুর রহমানকে সহকারী বিদ্যালয় পরিদর্শক (অনুমোদন) সুলতান আহমেদের স্থলে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) মো. কামাল উদ্দিন সিকদারকে সহকারী সচিব (একাডেমিক) মো. মুজিবুল হকের স্থলে, সহকারী সচিব (প্রশাসন-১) আব্দুল্লা হেল মুকিতকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) কামাল উদ্দিন সিকদারের স্থলে, সহ-হিসাব অফিসার (প্রদান) মোছা. সালমা আফরোজকে সহকারী কলেজ পরিদর্শক গাজী মো. জুলফিকার আলীর স্থলে, সহকারী সচিব (একাডেমি) মো. মুজিবুল হককে সহকারী সচিব (প্রশাসন-১) এর শরিফ আব্দুল্লা হেল মুকিতের স্থানে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ডকু) মো. সাহানুল হককে সহকারী বিদ্যালয় পরিদর্শক (অনুমোদন) মো. আহসান আলীমের স্থলে বদলির আদেশ দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন