নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে গায়ে হলুদে ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানের আগে কণের বাড়িতে হামলা চালিয়ে ৪জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা ঘটনায় আহত বিশখা বাড়ৈ (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশখা বাড়ৈ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা চকপাড় এলাকার অনিল বাড়ৈর স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় পরিবার থেকে ঐ নারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়। জানা যায়, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে মরদেহ বাড়িতে আনা হবে। পরে দেওতলা শ্মশানে সমাহিত করা হবে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সুজন বিশ্বাস তথ্য নিশ্চিত করে জানান, ২/৩ দিনের মধ্যে মৃত্যু সনদ আদালতে জমা দেয়া হবে। এর মাধ্যমে চলমান মামলায় ৩০২ ধারা সংযুক্ত করবে আদালত।
জানা যায়, গত ২২ জানুয়ারি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট গোল্লা চকপাড় এলাকার অনিল বাড়ৈর মেয়ে আণিকা বাড়ৈর বিয়ের দিন ছিল। ভোর রাতে সাবেক স্বামীর পরিবারসহ ১২-১৩জনের একটি দল বাড়িতে হামলা চালিয়ে অনিল বাড়ৈ (৬৫), রণজিৎ বাড়ৈ (২৫), বিশখা বাড়ৈ (৫৫), পূর্ণিমা বাড়ৈ (১৮) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

আপনি আরও পড়তে পারেন