জগন্নাথপুর – পাগলা সড়কে ৪ দিন পর সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে

জগন্নাথপুর – পাগলা সড়কে ৪ দিন পর সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
 টানা ৪ দিন জগন্নাথপুর -পাগলা সড়কে সরাসরি মিনিবাস চলাচল বন্ধ থাকার পর ১১ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার থেকে  আবার বাসচলাচল শুরু হয়েছে। এতে যাত্রী সাধারণের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হয়েছে।
প্রকাশ, গত ৭ ই ফেব্রুয়ারী রোজ  শুক্রবার দিবাগত  ভোর রাতে  জগন্নাথপুর-পাগলা সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার  আক্তারপাড়া বেইলী সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করেছে।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, একটি মালবাহী ট্রাক আক্তারপাড়া নামক স্থানে বেইলি সেতু পারাপারের সময় সেতুটি ভেঙে পড়ে। এজন্যে গত ৪ দিন ধরে জগন্নাথপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড থেকে কোন মিনিবাস জেলা শহরে চলাচল করেনি। এবং জেলা শহর থেকে জগন্নাথপুরেও কোন বাস ছেড়ে আসেনি। মঙ্গলবার থেকে ফের  এই সড়কে মিনিবাস চলাচল শুরু  করছে।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোস্তফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
https://www.youtube.com/watch?v=Kr7FRUR7Q9w

আপনি আরও পড়তে পারেন