একটি ব্রিজ নির্মাণে ঘটবে নতুন দিগন্তের উন্মোচন

কটি ব্রিজ নির্মাণে ঘটবে নতুন দিগন্তের উন্মোচন
আত্রাইয়ে যুগ যুগ ধরে
থমকে আছে রায়পুর
গ্রামবাসীর স্বপ্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর
আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাইপুর নামক স্থানে
নওগাঁর ছোট যমুনা নদীর উপর দিয়ে চলাচলের নৌকায় একমাত্র
ভরসা। এখানে একটি ব্রিজ নির্মাণে ঘটবে নতুন দিগন্তের
উন্মোচন। যোগাযোগ ব্যবস্থার এই আধুনিকতার যুগে
স্বাধীনতার ৪৮বছর পার হলেও নওগাঁর ছোট যমুনা নদীর উপর দিয়ে
পারাপারের জন্য আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন রাইপুর
নামক স্থানে একটি ব্রীজের অভাবে যুগ যুগ ধরে নৌকায়
পারাপার হয়ে আসছে উপজেলার রায়পুর গ্রামসহ পার্শ্ববতী
গ্রামের হাজার হাজার মানুষ।
সরেজমিনে উপজেলার রায়পুর গ্রামবাসীর সাথে কথা বলে জানা
গেছে, আত্রাই উপজেলার ভবানীপুর বাজার সংলগ্নে রায়পুর
গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন
জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কৃষক Ñশ্রমিক স্কুল
শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ। রায়পুর, ডাঙ্গাপাড়া,
ভবানীপুরসহ বেশ কয়েকটা গ্রামের লোকজনকে পারাপার হতে হয়
একটি মাত্র নৌকার মাধ্যমে। রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও
ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার
জন্য এ পথ ব্যবহার করতে হয় যা কমলমতি শিক্ষার্থীদের জন্য
ঝুঁকিপূর্ণ। রায়পুর গ্রাম কৃষি ক্ষেত্রে অনেক এগিয়ে। গ্রামে
সবচেয়ে বেশি আলু, খিরা ও ধান উৎপাদন এলাকা হিসেবে
পরিচিত। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ধানসহ অন্যান্য কৃষি
পন্যসামগ্রী সহজ ভাবে বাজারজাত করতে না পারায় নায্যমূল্য
প্রাপ্তি থেকেও বঞ্চিত হয়। কিছুটা বাধ্য হয়ে ফরিয়া ও মহাজনদের

কাছে চলমান বাজার মূল্যের চেয়ে কমদামে কৃষি পন্য বিক্রি করতে
হয়। এখানে একটি ব্রীজ নির্মান দীর্ঘদিনের প্রাণের দাবি
থাকলেও এই এলাকাবাসির ভাগ্য উন্নয়নের কারো যেন মাথা ব্যাথা
নাই। অথচ উক্ত স্থানে ব্রীজটি নির্মান করা হলে রাইপুরসহ
পার্শ্ববতী গ্রামবাসির প্রাণের দাবি পূরণ হবে।

আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও
একটি ব্রিজের অভাবে রায়পুর গ্রামবাসীর স্বপ্ন যেন থমকে
আছে। একটি ব্রিজের অভাবে নানা সমস্যায় জর্জরিত এ
গ্রামের মানুষের জীবন যাত্রা। সকাল হলে দীর্ঘ লাইন ধরে ঘাটে
নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। হাট-বাজার, অফিস, স্কুল-
কলেজে যাওয়া রায়পুরবাসীর কাছে বিড়ম্বনা মনে হয়। এ পথ
কৃষিপণ্য পরিবহনের উপযোগী না হওয়ায় এলাকার কৃষকরা তাদের
উৎপাদিত কৃষিপণ্য সহজভাবে বাজারজাত করতে পারে না। ফলে তারা
বঞ্চিত হয় ন্যাায্যমূল্য প্রাপ্তি থেকে। এলাকা বাসীর দীর্ঘ দিনের
দাবী এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মানের। এখানে ব্রিজ
নির্মান হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।
ছাত্র ছাত্রী সহ এলাকার সকল সাধারণ জনগন পাবে যোগাযোগের
সুফল।

এ বিষয়ে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আক্কাছ আলী জানান, রায়পুরসহ আশে পাশের গ্রাবাসীর
স্বাধীনতার ৪৫ বছরের একটিই স্বপ্ন একটি ব্রিজের। রায়পুর
গ্রামে শুধু একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক
বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে গ্রামের ছেলে-মিয়েকে হাইস্কুল-কলেজে
পড়তে ও চিকিৎসার জন্য গ্রামবাসীকে আত্রাই সদরে যেতে নদী
পার হতে নানা সমস্যায় পড়তে হয়।
এ ব্যাপারে ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাহাবুবুর রহমান বলেন, নৌকার পরিবর্তে একটি ব্রিজ
নির্মাণ রায়পুরবাসীর দীর্ঘদিনের দাবি। এ গ্রামে পাল, ঘোষ,
নমশূদ্রসহ বিভিন্ন দলিত পরিবার রয়েছে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন