শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত : ট্রাক ভাংচুর

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত : ট্রাক ভাংচুর
এম.বুরহান উদ্দীন-শৈলকুপা,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় রেজাউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি
নিহত হয়েছে। সে উপজেলার হাকিমপুর গ্রামের মইজুদ্দিনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টা দিকে পৌরসভার শিক্ষা
অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে। বালিভর্তি ট্রাক ঢাকা মেট্রো-ট ২০-২৯১০
শিক্ষা অফিস মোড়ের ক্ষতিগ্রস্থ কালভার্ট পার হওয়ার সময় পিছন থেকে ভ্যানচালক
রেজাউলকে ধাক্কা দেয়। এ সময় রেজাউল ভ্যান থেকে ছিটকে গাড়ির চাকায় পিষ্ট
হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকের গতিরোধ করিয়ে ড্রাইভারকে
আটক করে পুলিশে সোপর্দ করে। মুহুর্তে এ খবর ছড়িয়ে পড়লে হলবাজার এলাকায়
উত্তেজিত জনতা ট্রাকে হামলা চালিয়ে আংশিক ক্ষতিগ্রস্থ করে। উপজেলা অফিস
পাড়া সংলগ্ন জনবহুল শিক্ষা অফিস মোড়ে রাস্তাঘেঁষে অস্থায়ীভাবে গড়ে ওঠা
দোকান উচ্ছেদের পাশাপাশি সম্প্রতি ভেঙ্গেপড়া কালভার্টটি পূন:নিমার্ণের
দাবি জানিয়েছেন স্থানীয়রা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান
সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ড্রাইভার থানা হাজতে
আটক আছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে পরবর্তি আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন