সাতদিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত তালেবান

আলোচনার লক্ষ্যে সাতদিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান।

বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এ তথ্য জানান। বলেন, রাজনৈতিক উপায়ই আফগান সংকট সমাধানের একমাত্র পথ। তবে কবে থেকে সাময়িক যুদ্ধববিরতি কার্যকর হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এস্পার বলেন, নির্ধারিত আলোচ্যসূচির জন্য সাত দিনই যথেষ্ট। অন্যান্য বিষয়ে আলোচনা পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও তালেবানের আলোচনার অগ্রগতি ইতিবাচক উল্লেখ কোরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, শিগগিরই আরো ভালো খবর আসবে। আফগান সংকট সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহর চায়। শর্তসাপেক্ষে ওয়াশিংটন এ প্রস্তাবে রাজি হলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন