বিকেলে আসছে জিম্বাবুয়ে

এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ খেলতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৪.৫৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে দলটি।

শুরুতে টেস্ট দল-ই ঢাকায় আসছে। মিরপুরে দুই দলের টেস্ট শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মূল মঞ্চে মাঠে নামার আগে জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৮-১৯ ফেব্রুয়ারি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টের পর সিলেটে হবে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সফর শেষ হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে।

জিম্বাবুয়ের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। প্রথমবার সন্তানের বাবা হবেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসন। মিরপুর টেস্টে তাকে পাবে না দল। উইলিয়ামসনের পরিবর্তে আরভিনকে অধিনায়ক করা হয়েছে।

জিম্বাবুয়ের মূল স্ট্রাইক বোলার কাইল জারভিসও নেই টেস্ট দলে। ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। অভিজ্ঞ তেন্দাই চাতারাও নেই। ইনজুরির ছোবলে ডানহাতি পেসার দলের বাইরে। ২০১৭ সালে সবশেষ টেস্ট খেলা ক্রিস্টোফার এমপফুকে ডাকা হয়েছে দলে।

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

আপনি আরও পড়তে পারেন