মানিকগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় তাহামিনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্যরৌহা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাহামিনা আক্তার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে দরগ্রামের মধ্যরৌহা এলাকার খোরশেদ আলমের মেয়ে।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

আপনি আরও পড়তে পারেন