ইংল্যান্ডের মধুর প্রতিশোধ

এটাই তো ক্রিকেটের আসল সৌন্দর্য। আগের ম্যাচে ইংল্যান্ডকে ১ রানে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় টি২০’তে ওই প্রোটিয়াদের ২ রানে হারিয়ে দারুণ এক জবাব দিল ইংলিশরা।

ডারবানে আগে ব্যাট করা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে ইংল্যান্ড। জবাবে ২০২ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক গড়েন ৯২ রানের জুটি। যেটা দক্ষিণ আফ্রিকাকে কিছুটা স্বস্তি দিলেও শেষমেশ লাভ হয়নি। বাকিদের আসা-যাওয়ার মাঝে ২২ বলে ঝড়ো ৬৫ রান করেন অধিনায়ক ডি কক।

ইংল্যান্ডের হয়ে বল হাতে ক্রিস জর্ডান ও উড ইংলিশদের হয়ে দুটি করে উইকেট পান। এছাড়া বেন স্টোকস একটি উইকেট দখল করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের পক্ষে রয় ২৯ বলে ৪০, বেয়ারস্টো ১৭ বলে ৩৫, স্টোকস ৩০ বলে অপরাজিত ৪৭ আর শেষদিকে ১১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মঈন।

প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। আর আন্দিলে ফেলুকায়ো ২ উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন মঈন আলী। আগামী ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ২০ ওভারে ২০৪/৭ (রয় ৪০, বাটলার ২, বেয়ারস্টো ৩৫, মর্গ্যান ২৭, ডেনলি ১, স্টোকস ৪৭*, মইন ৩৯, জর্ডান ৭, কারান ০*; ফোরটান ২-০-১৫-০, হেনড্রিকস ৩-০-৪৫-০, এনগিডি ৪-০-৪৮-৩, ফেলুকওয়ায়ো ৪-০-৪৭-২, শামসি ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০২/৭ (বাভুমা ৩১, ডি কক ৬৫, মিলার ২১, ফন ডার ডাসেন ৪৩*, স্মা টস ১৩, ফেলোকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ২৫, ফোরটান ০; মইন ৩-০-৩৬-০, কারান ৪-০-৪৫-২, জর্ডান ৪-০-৩১-২, রশিদ ৩-০-৩৪-০, উড ৪-০-৩৯-২,স্টোকস ২-০-১৬-১)

ম্যাচসেরা: মঈন আলী।

আপনি আরও পড়তে পারেন