কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার পরিকল্পনা ছিল যুবাদের

হারলে কেমন লাগে মূলত তেমন তিক্ততা বুঝাতেই নাকি যুব বিশ্বকাপের ফাইনালে বুনো উল্লাস করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই দিনের স্মৃতি বর্ণনা করতে গিয়ে এমনি ইঙ্গিত দেন পেসার শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘অতীতে আমরা দুটো ম্যাচ ওদের (ভারত) কাছে হেরে গিয়েছিলাম। ওই দুটো হারের অনুভূতি আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। জেতার পরে ওরা কী করেছিল, সেই ঘটনাগুলো যুব বিশ্বকাপ ফাইনালে নামার আগে আমার মনে পড়ে গিয়েছিল। ওই দুটো ম্যাচ জিতে উঠে আমাদের সামনে ওরা আনন্দে ফেটে পড়েছিল। আমরা কিছুই বলতে পারিনি তখন। তার পর থেকে আমরা অপেক্ষায় ছিলাম। ওদের বিরুদ্ধে কবে ফাইনালে খেলতে নামব, তার দিন গুনছিলাম।’

পাশাপাশি পুরনো হিসেবটাও মেলানোর দিনও ছিল যুব বিশ্বকাপের ফাইনাল। যেমনটা বললেন এই তরুণ পেসার, ‘ ‘ফাইনালে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। সেটা আমরা দিয়েছি। ম্যাচ হারার পরে তাদের সামনে কেউ যদি উল্লাস করে, উৎসবে মেতে ওঠে, তা হলে কেমন লাগে সেটা নিশ্চয় এখন টের পাচ্ছে ভারত।’

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন