নবাবগঞ্জে বিতর্ক প্রতিযোগীতা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে “ন্যায় বিচার প্রতিষ্ঠায় সচেতনতার চেয়ে সরকারি আইনগত সহায়তার গুরুত্ব অপরিসীম” শীর্ষক সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লিগ্যাল এইড ও অপরাজেয় বাংলাদেশ-এর আয়োজন করে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বাড়াতে সোমবার দুপুরে বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান করা হয়। প্রতিযোগীতায় মডারেটর ছিলেন দোহার নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত। বিচারক ছিলেন প্রাক্তন শিক্ষক স্বপন রানী বক্সী, নারী ও শিশু অধিকার কর্মী কুমারী মাধুরী বণিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন, শিক্ষিকা লিপিকা সাহা। প্রতিযোগীতায় বিপক্ষ দল জয়লাভ করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউদ্দিন, অপরাজেয়-বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক সিনথিয়া ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আমজাদ হোসেন লাভলু, সালাহউদ্দীন জুয়েল, সাহিদা জাকির প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন