তামিমের পর সেঞ্চুরি পেলেন আল আমিন

তানজিদ হাসান তামিমের পর সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাদশের অধিনায়ক আল আমিন জুনিয়র। ১৪৫ বলে ১৬ চারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান তিনি। 

এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। অনেকটা টি-২০ স্টাইলে খেলে মাত্র ৮৮ বলে সেঞ্চুরি পূরণ করেন বাঁ-হাতি ক্রিকেটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ।। তামিম ১২৫ ও আল-আমিন ব্যাট করছেন ১০০ রান নিয়ে।

যদিও শেষদিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি একাদশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত দলটির সংগ্রহ ছিলো ৫ উইকেটে ৮৪ রান। বিকেএসপিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়েন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। দলীয় ২০ রানে নাঈম শেখ বিদায় নেন ব্যক্তিগত ১১ রানে। একে একে সাজঘরের পথ ধরেন বিশ্বকাপ জয় করে ফেরা মাহমুদুল হাসান জয়, শাহাদাত দিপু, আকবর আলীরা।

এরপর ক্রিজে দাঁড়িয়ে যান তামিম এবং আল আমিন।

একপ্রান্ত আগলে কিছুক্ষণ টিকে থাকার চেষ্টা চালান অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার পারভেজ ইমন। ব্যক্তিগত ৩৪ রানে তিনিও ফেরেন সাজঘরে। মাত্র ৬৯ রানে টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে বিসিবি একাদশ। তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে অধিনায়ক আল আমিন জুনিয়র সেই বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন