পুরনো ক্ষতে প্রলেপ দিতে চায় বাংলাদেশ

বড় ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বাংলাদেশের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে হারের বৃত্ত থেকে বের হওয়ার পাশাপাশি পুরনো ক্ষতে প্রলেপ দিতে চায় বাংলাদেশ।

যেমন আভাস দিলেন তাইজুল ইসলাম, ‘আমাদের প্রতিপক্ষ কে, সেটি বড় বিষয় নয়। আমরা টেস্টটি জিততে চাই। এই টেস্টটি জয় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা জিততে পারি, তবে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। যা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এ দিকে সাকিবের শূন্যতা পূরণে দলের অন্যান্য স্পিনাররা কতটা প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘সাকিবের মানের কোন স্পিনারই এখন দলে নেই। তাই বাংলাদেশের যদি কোন টেস্ট জিততে হয়, তবে সবার আগে সাকিবের মানের স্পিনার দলে আসতে হবে।’

প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট ফরম্যাটে জিতেছিলো বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচের হারের লজ্জা পায় টাইগাররা। যার মধ্যে আবার পাঁচটিই ছিলো ইনিংস ব্যবধানে হার।

 

 

 

আপনি আরও পড়তে পারেন